সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সলঙ্গা বাজারের সার্বিক উন্নয়ন, অব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা সলঙ্গার কদমতলা পাঠাগার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কে.এম আমিনুল ইসলাম হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সলঙ্গা হাট ইজারাদার মো. মতিয়ার রহমান সরকার। তিনি বলেন, “সলঙ্গা হাট ও বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ইউএনও ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে সরেজমিনে বাজার এলাকা ঘুরে দেখেছি। অচিরেই উন্নয়ন কার্যক্রম শুরু হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব মারুফ হাসান খোকন, খতিব মাওলানা আব্দুল গফুর, কে.এম আহসান হাবীব, ব্যবসায়ী আলহাজ্ব দেলোয়ার হোসেন, শাহীন রেজা, ফারুক হায়দার, গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, সলঙ্গা বাজারকে চাঁদাবাজমুক্ত রাখতে হবে। এছাড়াও বাজারের প্রধান রাস্তাগুলো কাদা ও স্যাঁতস্যাঁতে অবস্থা থেকে মুক্ত করতে হবে এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করা জরুরি। অবৈধ দখল ও বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
প্রধান অতিথিসহ সকল বক্তা বাজার উন্নয়নের বিষয়ে ঐকমত্য প্রকাশ করে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।