সলঙ্গা প্রতিনিধি:
নিম্ন মানের উপকরণ দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের পাঠধারীতে সড়ক নির্মাণের কাজ।
পাটধারী বাজার হতে হবিবপুর আঞ্চলিক সড়কের বক্কার সরকারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাঁকা করনের কাজে এই নিম্ন মানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজের বিরুদ্ধে।
শুক্রবার ( ২৩ মে ) সকালে ঠিকাদারের লোকজন তিন নাম্বার ইটের খোঁয়া ফেলতে গেলে এলাকার লোকজন রাস্তার কাজ বন্ধ করে দেন।
এলাকাবাসী জানান, ৫০০ মিটার রাস্তা পাকা করনের কাজে ৬২ লক্ষ্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন ভাটা থেকে ঠিকাদার মৃদৃল ও তার লোকজন ৩ নাম্বার ভূষা ইটের খোয়া দিয়ে রাস্তার সলিং দিয়ে কাজ করছে।
নিম্নমানের খোয়া সবার নজরে আসলে বার বার নিষেধ করা সত্ত্বেও দলীয় পরিচয়ে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে কাজ করতেই থাকে। আজ কয়েক গাড়ি একদম নিম্ননামের খোয়া ফেললে আমরা কাজ বন্ধ রাখতে বলি কিন্তু সে কাজ বন্ধ না করে উল্টো আমাদের হুমকি ধামকি দিয়ে কিছু খোয়া গাড়িতে উঠিয়ে নেই। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
সাব ঠিকাদারি প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজ এর মালিক মৃদূল ও আনোয়ার ঘটনার সত্যতার স্বীকার করে জানান, কিছু মাল নিম্নমানের পরেছে,আমরা ভাটার মালিকের সাথে কথা বলে মাল তুলে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি।
এ বিষয়ে উপজেলা ইন্জিনিয়ার মো. শহিদুল্লাহ মুঠোফোনে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে থাকলে তদন্ত করে সেগুলো অবশ্যই ফেরত পাঠানো হবে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত আব্দুল্লাহ্ জানান, এবিষয়ে আমি উপজেলা ইন্জিনিয়ার শহিদুল্লাহ কে তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।