মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কালোবাজারের মাধ্যমে পাচারের সময় ট্রাকভর্তি টিসিবির চাল জব্দ করেছে শাহজাদপুর থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল এ চাল জব্দ করে থানায় নিয়ে আসে।
এসময় ট্রাকে থাকা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হাটখোলা গ্রামের মৃত সাজু সরকারের ছেলে আব্দুর রহমান এবং একই উপজেলার আলোকদিয়ার পশ্চিম পাড়ার আব্দুল শিকদারের ছেলে শিপন শিকাদারকে আটক করে। এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই হারিছুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
গভীর রাতে শাহজাদপুর থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে টহল দেওয়ার সময় একটি মিনি ট্রাককে সন্দেহ হওয়ায় পুলিশ থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু সিগন্যাল অতিক্রম করে দ্রুত ট্রাকটি বেরিয়ে যেতে নিলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে। এসময় ট্রাকে থাকা আব্দুর রহমান এবং শিপন শিকাদারকে জিজ্ঞেস করলে তারা জানান, ট্রাকে সরকারের দেওয়া টিসিবির ৩হাজার ৪শত ৫৮ কেজি চাউল কালোবাজারে বিক্রির জন্য শাহজাদপুর উপজেলার চর কৈজুরি থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিলো।
কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামের বাচ্চু মিয়া এ চাল বিক্রি করেছে। পরে ধৃত দুইজনসহ বাচ্চু মিয়াকে পলাতক দেখিয়ে এসআই হারিছুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।