রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি, ধানগড়া মহিলা মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাসের জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামী আমির গোলাম মোর্তজা, পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ আকন্দ।
জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং হাজারো মানুষ।
জানাজা শেষে মরহুমের মরদেহ ষোলমাইল মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার (১৩ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা আবুল কালাম বিশ্বাস। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে রায়গঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এদিকে, রায়গঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।