নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠী কে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ২ নং সোনাখাড়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ।
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি ) বিকালে নিমগাছী বাজার চত্বরে ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদ হাসান ইয়াকুব আলীর সভাপতিত্ব ,উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম বারী তালুকদার,সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল ,সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ দুলাল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রাশিদুল হাসান বাবু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তছির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার,উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীণ কুমার গুন লিটন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।