রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুয়া জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রকৃত জুলাই যোদ্ধা ও আহতদের নাম বাদ দিয়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুই ব্যক্তি মো. ইমরুল হাসান ও মো. জাহিদ হাসান রাতুল মিথ্যা তথ্যের মাধ্যমে নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে জুলাই বিপ্লবের চেতনা ও ইতিহাস বিকৃত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ যাচাই-বাছাই করে সম্মানজনক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি যারা মিথ্যা তথ্য দিয়ে তালিকায় নাম তুলেছেন, তাদের অবিলম্বে বাদ দিতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সাবেক উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ইশরাত জাহান এশার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শেখ রিয়াদ, সাবেক আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম আরিফ, সাবেক জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুন্না বিশ্বাস এবং সাবেক যুগ্ম সদস্য সচিব কে.এম শুভ প্রমুখ।
বিক্ষোভে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহত জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, অভিযুক্ত ভুয়া জুলাই যোদ্ধা ও আহতদের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যাচাই-বাছাই শেষে যাদের তথ্য সঠিক নয়, তাদের নাম তালিকা থেকে বাতিল করা হবে। তালিকা প্রণয়নের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের সুপারিশে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, এখন আরেক পক্ষ ওই নাম বাতিলের দাবি করছে।