রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি নেতা তুষার তালুকদারকে সন্ত্রাসীরা হামলা করে মারপিট ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (০৭ মে) রাত ১০টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ভুইয়াগাঁতী – নিমগাছি সড়ক সংলগ্ন দেওভোগ বাজারে এই ঘটনা ঘটে। চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তুষার তালুকদার ভৃইয়াগাতি বাজার হতে মোটরসাইকেল যোগে তার বাড়ি ফেরার পথে দেওভোগ বাজারে পৌঁছিলে ৫/৭ জন অজ্ঞাতনামা মুখোশধারী সন্ত্রাসীরা পথ রোধ করে হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে তার মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তুষার তালুকদারকে আহত অবস্থায উদ্ধার করে । খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে উপস্থিত হন। তিনি এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তুষার তালুকদার জানান ,তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ছিল। কিন্তু রাস্তায় চলাচলকারী লোকজন এগিয়ে এলে তারা ব্যর্থ হয়।
রায়গঞ্জে থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে।আসামিদের শনাক্তের কাজ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।