রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘জুলাই শহীদদের’ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্ব ও উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মোহাইমেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদির, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক কাওছার হোসেন, পৌর ছাত্র দলের সদস্য সচিব হাসিবুর রহমান সজল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনোর যুগ্ন আহবায়ক ফয়সাল বিশ্বাস, মুখপাত্র ইশরাত জাহান এশা প্রমুখ।
এ সময় জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন ছিল জুলাই গণ-অভ্যুত্থান। জুলাই যোদ্ধারা জাতির নতুন অনুপ্রেরণা। তাঁদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব। রাজনৈতিক নেতাদের একে অপরের প্রতি কুৎসা ও বিদ্বেষ ছড়ানো বন্ধ করে শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টির আহ্বান জানান বক্তারা।