রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় জুলাই আগস্ট বিপ্লব স্বরণে আলোচনা সভা সফল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র ডুমরাই বাজার দলীয় কার্যালয়ে আগামী ২০ জুলাই চান্দাইকোনা বাজার চত্বরে আলোচনা সভা উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৭ং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী জিন্নাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, সিনিয়র সহ সভাপতি শামীম খন্দকার, গোলাম ইয়াজদানী তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার, সাবেক ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কেএম জাকির হোসেন দুলাল, সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আনু, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল হাবিবুর রহমান খান, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, চান্দাইকোনা ইউনিয়ন জিয়া মঞ্চ এর আহবায়ক আরিফুর রহমান বাচ্চু, সমাজসেবক আবু সাঈদ মির্জা, সাবেক ছাত্র নেতা শাহীন তালুকদার, ফিরোজ তালুকদার, ইউনিয়ন ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক তাওহীদ খান প্রমুখ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বিগত সৈরাচার ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে ভোট ডাকাতি করে ক্ষমতায় ছিল। ছাত্রজনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যায় অবৈধ সরকার শেখ হাসিনা। জুলাই আগস্ট বিপ্লবে নিহতের স্বরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এই সভায় সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত হওয়ার আহবান জানান বক্তারা।
এ সময় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।