নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন সরগরম। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন মিছিল, মিটিং, গনসংযোগ ও মাঠে প্রচারনা জোরদার করেছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ- ৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড: মাওলানা আব্দুস সামাদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পথসভায় মাওলানা মোঃ কাজী জমির উদ্দিন ও মাওলানা মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী ধামাইনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়।
এ সময় ধামাইনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ জাহিদুর রহমান দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর দলীয় অঙ্গীকার তুলে ধরেন। এবং বলেন, জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমরা আপোষ করবো না। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামের ৩০০ প্রার্থী দেওয়া হবে -ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।
উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন ছিলেন, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির জহুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের দপ্তর সম্পাদক আঃ আলীম, প্রচার সম্পাদক মাসুদ রানা, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আশরাফ আলী, সেক্রেটারী আক্তারুজ্জামান (উজ্জ্বল), অর্থ সম্পাদক জাইদুল ইসলাম প্রমুখ।
গণসংযোগে স্থানীয় জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, ঐক্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।