রায়গঞ্জ a (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রেমিকের প্রতিশ্রুত বিয়ে না পেয়ে চার দিন ধরে ৭ মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি উপজেলার ধামাইনগর ইউনিয়নের কোমরপুর গ্রামে। প্রেমিক মিনহাজ হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার থেকে প্রেমিকা অবস্থান করছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, অনশনরত তরুণী সুরাইয়া (২৫) রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। তিনি জানান, মিনহাজের সঙ্গে তার আট বছরের প্রেমের সম্পর্ক। প্রেমিকের দেওয়া বিয়ের আশ্বাসে একাধিকবার বিভিন্ন স্থানে রাত্রীযাপন করেছেন। তাদের ঘরে এক শিশু পুত্র জন্ম নেয়, যার বয়স এখন ৭ মাস।
সুরাইয়ার দাবি, “মিনহাজ শহরে নিয়ে গিয়ে বিয়ের কথা বলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নামাজ পড়ার কথা বলে বেরিয়ে আর ফিরে আসেনি। মোবাইল বন্ধ, কোনো খোঁজ নেই। বাধ্য হয়েই তার বাড়িতে এসে চার দিন ধরে সন্তানসহ অনশন করছি।”
স্থানীয়রা জানান, মিনহাজ আগে সুরাইয়ার গ্রামেই পড়াশোনা করতেন। সেখান থেকেই তাদের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে বলছেন, “বিয়ে না করে মেয়েটিকে এভাবে ফেলে রাখা অমানবিক।”
এদিকে প্রেমিকা সুরাইয়ার আগের সংসারে একটি ৫ বছর বয়সী সন্তানও রয়েছে। এক বছর আগে তার স্বামী মারা যান।
প্রেমিক মিনহাজের বাবা জসমত আলী বলেন, “বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলছে। তবে মেয়েটি নাটক করছে, ওর পরিবারও আসছে না।”
রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, “এ বিষয়ে আমাদের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।