রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরু চুরির ঘটনা ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার ব্রক্ষ্মগাছা ইউনিয়নের দুটি বাড়ি থেকে একযোগে ১০টি গরু চুরি হয়ে গেছে। এতে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ব্রক্ষ্মগাছা ইউনিয়নের কয়ড়া খাঁ বাড়ির বাসিন্দা খামারি মোঃ শফিকুল ইসলাম খাঁনের গোয়ালঘর থেকে চোরেরা চুরি করে ৬টি গরু এবং এলাঙ্গী গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি থেকে ৪টি গরু। ভোরে গৃহস্থরা ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি নিশ্চিত হন।
ক্ষতিগ্রস্ত খামারি শফিকুল ইসলাম বলেন, “সকালে উঠে দেখি গোয়ালঘর একেবারে ফাঁকা। গরুগুলোই ছিল এই দুঃসময় আমার একমাত্র ভরসা। এখন সব শেষ হয়ে গেল।” তিনি জানান, তার চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।আমি নিজেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
চুরি হওয়া গরুগুলো উদ্ধারে অভিযান চলছে। সংঘবদ্ধ চোরচক্রকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
প্রসঙ্গত, গত এক মাসে রায়গঞ্জ ও আশপাশের এলাকায় প্রায় ৩৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির গোয়ালঘরে হানা দিয়ে গরু নিয়ে যাচ্ছে, ফলে কৃষক ও খামারিরা পড়েছেন বড় ধরনের ক্ষতির মুখে।
এ অবস্থায় দ্রুত চোরচক্র শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তারা।