রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রায়গঞ্জ থানা পুলিশের উদ্ধার করা অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহের দাবিদার পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার নিহত যুবকের বড়ভাই ঢাকার জাফরাবাদ এলাকার অধিবাসী আসাদুজ্জামান রায়গঞ্জ থানায় এসে তার ছোটভাই হিসাবে যুবকের মরদেহ শনাক্ত করেন।
রায়গঞ্জ থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, নিহত যুবকের নাম কামাল হোসেন চঞ্চল (৩২)। তিনি একজন মোবাইল ফোন ব্যবসায়ী। চঞ্চল রাজধানীর মোহাম্মদ পুর থানার রাজমুহুরি জাফরাবাদের ১৩০ পুর্ব রায়ের বাজার এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি গত ২৪ ফেব্রুয়ারি রাতে তার ধানমন্ডি এলাকার মোবাইল দোকান থেকে নিখোঁজ হলে তার বড়ভাই আসাদুজ্জামান ধানমন্ডি থানায় জিডি করেন ( জিডি নং ১৪১৩, ২৪-০২-২৫)।
সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেয়ে আসাদুজ্জামান রায়গঞ্জ থানায় এসে মরদেহ শনাক্ত করেন।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।
উল্লেখ্য, সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিঝুড়ি তালতলা ব্রিজের নিচ থেকে কামাল হোসেন চঞ্চলের মরদেহ থানা পুলিশ উদ্ধার করে।