দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ৮৫ নং শ্যামনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখন শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা নয়, বরং হাঁসের পানিতে ভেসে বেড়ানোর আস্তানা। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এর ফলে বিদ্যালয়ের পাঠদান ও স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, দ্বি-তল বিশিষ্ট বিদ্যালয়ের মাঠ হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের নিচতলায় মাঝে মধ্যে শিশু ও তৃতীয় শ্রেণির ক্লাস বৃষ্টি হলেই বন্ধ থাকে। যাতায়াতের পথও পানিতে তলিয়ে থাকায় ছাত্রছাত্রীরা পিচ্ছিল রাস্তায় পড়ে পোশাক ভিজিয়ে ফেলছে নিয়মিত। এতে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে, আর অভিভাবকরাও সন্তানদের পাঠানো কমিয়ে দিচ্ছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম হোসেন, ওমর ফারুক ও সুমাইয়া খাতুন জানায়,মাঠে পানি জমে থাকায় আমরা খেলাধুলা করতে পারছি না। ক্লাসেও অসুবিধা হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন বলেন,বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ জলাবদ্ধতা দেখা দেয়। এতে করে পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে, দীর্ঘদিন ধরে মাঠে পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে মশার উপদ্রব। শিক্ষকরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা ডেঙ্গুসহ নানান জলবাহিত রোগে আক্রান্ত হতে পারে।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেল্লাল হোসেন জানান শ্যামনাই স্কুল মাঠের জলাবদ্ধতার বিষয়ে আমরা অবগত। মাঠে মাটি ভরাট ও পানি নিষ্কাশনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে শিক্ষার মান ভেঙে পড়বে এবং শিশুরা স্কুলমুখী না হয়ে পড়বে।