রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন খুদু মাহাতো (৫৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নিজ ঘরের শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
নিহত খুদু মাহাতো ওই গ্রামের মৃত শীতল চন্দ্র মাহাতোর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা পরিবারের লোকজন তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানানো হয় রায়গঞ্জ থানা পুলিশকে। নিহতের ভাতিজা ভীম চন্দ্র মাহাতো থানায় লিখিত অভিযোগ করলে, খবর পেয়ে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে খুদু মাহাতো আত্মহননের পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।