দৃশ্যপট ক্রীড়া ডেস্ক:
সিরাজগঞ্জে তারুণ্যের উৎসবে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রায়গঞ্জ উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছালো উল্লাপাড়া উপজেলা দল। ফাইনালে সিরাজগঞ্জ সদরের মুখোমুখী হবে তারা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গ্যালারি। শেষ পর্যন্ত রায়গঞ্জকে ২-১ গোলে হারিয়ে যায় ফাইনালের টিকিট কেটে ফেলে উল্লাপাড়া। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন উল্লাপাড়া উপজেলার খেলোয়াড় জোবায়েল।
এর আগের দিন গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর পৌরসভা ৩-১ গোলের ব্যবধানে তাড়াশ উপজেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
ডিসি গোল্ডকাপ টুর্ণামেন্ট কমিটির মিডিয়া উপকমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান জানান, সিরাজগঞ্জ সদর উপজেলা ও উল্লাপাড়া উপজেলার মধ্যে ফাইনাল খেলা আগামি ১৯ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে অনিবার্য কারণবশতঃ সেই দিন ফাইনাল খেলাটি হবে না। পরবর্তী সময়ে ফাইনাল ম্যচের তারিখ জানানো হবে।