রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ব্যান্ড পার্টির ঢাক ঢোলের তালে তালে ও রঙ্গিন সাজসজ্জায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি।
সোমবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠার্বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। এছাড়া জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিলো ফ্যাসিস্ট সরকার। আওয়ামীলীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর আজ আমরা মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছি। আমরা মুক্ত হলেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বিএনপিকে নিয়ে নতুন করে আবারও চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। তারা রক্ত দিতে জানে, তাই চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারো দেশ পরিচালনার দায়িত্ব নিবে এবং বাংলাদেশের মানুষকে সত্যিকারের মুক্তি দিবে।