সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, মেঘাই ঘাটের উত্তর পাশে নদী রক্ষা বাঁধ সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ৫ জনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
এ সময় নৌ পুলিশের অফিসার ইন চার্জ, নৌ-পুলিশ, কাজিপুর, কাজিপুর থানা পুলিশের টিম এবং পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মাহবুব। উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করায় এবং ভবিষ্যতে আর অপরাধ না করার মুচলেকা প্রদান করার আসামীদেরকে ছেড়ে দেওয়া হয়।







