সাব্বির মির্জা, তাড়াশ, প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে তালম ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট ) বিকেলে উপজেলার তালম
ইউনিয়নের তারটিয়ার চার মাথা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো সোলেমান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি মো সোরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো বিদ্যুৎ সরকার, তালম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো.জাকির হোসেন জুয়েল, মো আশরাফুল ইসলাম, কৃষক দলের সভাপতি মো ইউনুস আলী বাবু ও সাধারণ সম্পাদক মো আশরাফুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মো গোলাম রাব্বানী,সাবেক ছাত্র দলের আয়বয়ক মো আইয়ুব আলী,যুব দলের সাবেক আহবায়ক মো রেজাউল করিম
,সেচ্ছাসেবক দলের আয়াবয়ক মো আল- আমিন,মুস্তাকিম, ইজাহাক আলী প্রমুখ। এছাড়া তালম ইউনিয়ন বিএনপি’র নয় ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সমাবেশে বক্তারা বলেন,বলেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা অধ্যাপক আমিনুর রহমান টুটুল কে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমিনুল রহমান টুটুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।