মাহাবুল ইসলাম মেহেরপুর প্রতিনিধিঃ
দেশব্যাপী বিএনপির তৃণমূল স্তরের মেয়াদোত্তীর্ণ কমিটি পূর্ণগঠনের অংশ হিসেবে মেহেরপুর জেলার আমদাহ ইউনিয়ন বিএনপির কমিটি পূর্ণগঠন করা হয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে।
সোমবার ( ৫মে) আমদাহ ইউনিয়নের রায়পুর খেলার মাঠে সকাল থেকে জেলা বিএনপির সম্মেলনের মধ্যেদিয়ে শুরু হয় কাউন্সিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাভেদ মাসুদ মিল্টন আহ্বায়ক জেলা বিএনপি, মেহেরপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ কামরুল হাসান সদস্য সচিব জেলা বিএনপি মেহেরপুর। আমিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, ফয়েজ মাহমুদ যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, মেহেরপুর। এবং সভায় সভাপত্বি করেন, আলমগীর খান সাতু সদস্য আহ্বায়ক কমিটি জেলা বিএনপি, মেহেরপুর।
সভাপতি প্রাথী হিসেবে মীর মালেকুজ্জামান মারুফ ঘোড়া মার্কা প্রতিকে ও ইলিয়াচ বিশ্বাস ছাতা মার্কা প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সাধারণ সম্পাদক পদে সাব্বির আহামেদ ফুটবল মার্কায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করেন।
ইউনিয়নের মোট ৯টা ওয়াডের মোট ৪৫৯ ভোট। ভোট গ্রহণ বেলা দুই ঘটিকায় শুরু হয়ে বেলা ৪ ঘটিকটা পযন্ত চলমান থাকে। ভোট গণনা শেষে জানা যায় মোট ৪০৭ টি ভোট পোল হয়। ইলিয়াচ বিশ্বাস সভাপতি প্রাথী ছাতা মার্কায় ২৮০ ভোট ও প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী মীর মালেকুজ্জামান মারুফ ঘোড়া মার্কায় ১২১ ভোট পান। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আহামেদ ফুটবল মার্কায় ৩৫৯ ভোট ও প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী মীর আসাদুল মোরগ মার্কায় ২৭ ভোট পান।
ভোট গ্রহণ শেষে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এই ফলাফল ঘোষণা করেন।