জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ ৬ই মে আয়োজিত এক অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাসান। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট পাঁচ হাজার পাঁচশত কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল। এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, জেলা জামায়াতের উপদেষ্টা সদস্য আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আমতলী উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রতি কৃষক ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার পাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সরকারি সহায়তা দেয়া হবে। আজ কুকুয়া ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। সিজন শুরু হয়ে যাওয়ায় তিনি তালিকাভুক্ত কৃষক ভাইদের অতি দ্রুত এ সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছেন।