ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্যানেল থেকে গত বৃস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সঞ্জিত রায় (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সঞ্জিত রায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামের খগেশ্বর চন্দ্র রায়ের ছেলে।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি প্রবাহের ক্যানেল থেকে সঞ্জিত রায়ের লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করা সঞ্জিত রায় দীর্ঘদিন থেকে বেকার হয়ে পড়েছিলেন। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে বাড়ী থেকে তার মোটরসাইকেল নিয়ে বের হন। ওইতিন সন্ধ্যায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি প্রবাহের ক্যানেলের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকার পানিতে সঞ্জিত রায়ের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তার বড়বোনের স্বামী তপন রায়কে জানান। পরে সঞ্জিত রায়কে ক্যানেল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সঞ্জিত রায়ের বোন জামাতা (দুলাভাই) তপন রায় বলেন, ক্যানেলের যে স্থানে সঞ্জিত রায়ের লাশ ভাসছিল, তার পার্শ্বেই তার মোটরসাইকেলটি পড়ে ছিল। এটি হত্যা না আত্মহত্যা নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে কোনো কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না।
থানার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. আয়নাল ইসলাম বলেন, লাশের সুরতহাল করতে গিয়ে নিহত সঞ্জিত রায়ের মাথায় ও হাটুতে আঘাতের চিহ্ন দেখা দেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সঞ্জিত রায়ের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্তের জন্য আজ শুক্রবার (১২ এপ্রিল) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, এবং তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল জানান ঘটনার খবর পেয়েছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সৎকার্যের জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।