শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে চলা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণহত্যায় শহিদ হওয়া ৫০ হাজারেরও অধিক শহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোয় এ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে চলমান গণহত্যায় শহিদ হওয়া ৫০ হাজারেরও অধিক শহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাকুল উলামার ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অংশ নেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সামিউল ইসলাম তালুকদার বলেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তারা বাংলাদেশ থেকে সংহতি জানাতে রাজপথে নেমেছেন।
মিছিলে অংশ নেওয়া ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করছে সেই দৃশ্য দেখার মতো না। বিশ্বে এভাবে নারকীয় হত্যাকাণ্ড চলতে পারে না। বিশ্বের সব মুসলিম দেশকে এই হত্যার প্রতিবাদে সোচ্চার হতে হবে৷ আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহমাদ আলী, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী আহসানুল্লাহ কাসেমী।
এসময় বক্তরা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদের উপর বোমা মেরে গণ হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে বক্তব্য রাখেন। এসময় তারা ইসরায়েলী পণ্য বর্জনেরও আহবান জানান।