নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
বৃস্পতিবার(১৭ এপ্রিল) বেলা ৯ টা থেকে দুপুর পযন্ত নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকরা হেল্প ডেক্সে এসে পানি ও খাবার স্যালাইন পেয়ে সন্তোষ প্রকাশ এবং এ ব্যাতিক্রমী উদ্দ্যোগকে স্বাগত জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মহুতী উদ্দ্যোগ বাস্তবায়নে ছিলেন,নলডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ বাকী সুমন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত হোসেন,নলডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব আবু রায়হান রানা,পৌর ছাত্রদলের সিনিয়র,যুগ্ন আহ্বায়ক আসাদুল ইসলাম,নলডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক বুলবুল আহমেদসহ প্রমুখ।
নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মহুতী উদ্দ্যোগ আমি স্বাগত জানাই।আমরা অবিভাবকরা আমাদের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আমরা বসার পরিবেশ থাকে না। এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমাদের অবিভাবকদের বসার জায়গা ও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করাতে আমরা সন্তোষ প্রকাশ করছি। ছাত্রদলের মানবিক উদ্দ্যেগ স্বাগত জানাই।