নাটোর জেলা প্রতিনিধিঃ
“প্রবাস অধিকার,আমাদের অঙ্গিকার,বৈষম্যহীন বাংলাদেশ,আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,নাটোর (টিটিসি) ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে“রেমিট্যান্স যোদ্ধা দিবস”উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার(২রা আগস্ট) বেলা ১১টায় নাটোর টিটিসি,সিংড়া টিটিসি,জেলা জনশক্তি অফিস,নাটোর ও প্রবাসী কল্যাণ ব্যাংকের আযোজনে,নাটোর (টিটিসি) হলরুমে ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে “রেমিট্যান্স যোদ্ধা দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আলোচনা সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি),অধ্যক্ষ,মোঃ মোজাফফর হোসেনের সভাপত্তিতে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশিকুর রহমান,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি)রফিকুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের কর্মকতাগন বক্তব্য প্রদান করেন।