নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ফের সক্রিয় হয়ে উঠছেন বলে দাবি করেছেন একদল ছাত্র-জনতা। তাঁরা অভিযোগ করেন, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা গোপনে বিভিন্ন স্থানে বৈঠক করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কেন্দ্রীয় নির্দেশনা আদান-প্রদান করছেন।
শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি মিডিয়া হাউজে এক সংবাদ সম্মেলনে ছাত্র-জনতার পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরা হয়। এসময় তাঁরা বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নলডাঙ্গার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তৎপরতা না থাকলেও সম্প্রতি দেয়াল লিখনের মাধ্যমে তাঁদের উপস্থিতির প্রমাণ পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপজেলার বিভিন্ন স্থানে ভবনের দেয়ালে লাল ও কালো কালি দিয়ে ‘জয়বাংলা’ স্লোগান লেখা হচ্ছে। বিশেষ করে মাধনগর বাজার, মাধনগর ডিগ্রি কলেজ, বাজেহালতি ব্রীজ, আনিচ মোড়, বাঁশিলা মাদ্রাসা, পাটুল-নলডাঙ্গা সড়কসহ অন্তত ১৫টি স্থানে এ ধরনের লিখন দেখা গেছে।
অভিযোগকারীরা জানান, সম্প্রতি নিষিদ্ধ সংগঠন পরিচয়ে মোটরসাইকেল শোডাউন ও মিছিলও অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ দুইজন কর্মীও এসব তৎপরতায় অংশ নিচ্ছেন বলে দাবি করা হয়।
এছাড়া বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৫ জনের দল গঠন করে গোপন বৈঠক, গ্রুপ তৈরি, এবং রাজনৈতিক বিশৃঙ্খলার পরিকল্পনা চলছে। মাধনগর, খাজুরা, বাঁশিলা, বুড়িরভাগ, নলডাঙ্গা রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় এসব গোপন তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে এম.কে কলেজের শিক্ষার্থী কাজি শাহরিয়ার আহম্মেদ সিহাব, এন.এস কলেজের শিক্ষার্থী মো. সাকিব ইসলাম, ব্যবসায়ী বুলবুল আহম্মেদ এবং মো. রাব্বি আহম্মেদ উপস্থিত ছিলেন।