নওগাঁ প্রতিনিধি:
কোটা বিরোধী আন্দোলনে সারাদেশ উত্তাল। আন্দোলনে চলছে হামলা, পাল্টা হামলা। সারাদেশের মতো এবার নওগাঁ শুরু হয়েছে কোটা সংস্কারের আন্দোলন। কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত নওগাঁ সরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিকেল পর্যন্ত কেউ মুখ খোলেনি।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বেলা ১১টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধন শুরু করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর হঠাৎ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হয়। এতে অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কোটা প্রথা সংস্কারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজের মূল ফটকের সামনে বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। হঠাৎ তারা এসে হামলা চালায়।
নওগাঁ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শুরু করি। কিন্তু হঠাৎ করে আমাদের মানববন্ধনে হামলার কারণে অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অনেকের ধারণা নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হামলার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।