নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় এবার মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা। সেই জন্য রাস্তায় নেমে সকল ধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া আরমান হোসেন, আবু রায়হান, শাকিব হোসেন, অনিক, রাফি, সাদনান, রাকিন, সমাজ কর্মী জাহিদ রব্বানী রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারণে সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পড়ছেন।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বাংলা মদ বিক্রি করে আসছে। এছাড়া শহরের, নুনিয়া পট্রি, কাঁচা বাজারের পাশে ও বাঙ্গাবাড়িয়াসহ বেশ কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হয়। এতে প্রতিনিয়ত মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।
দ্রæত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের নিকট কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা। কর্মসূচীতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মিরা অংশ নেন।
উল্লেখ্য, শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈধ লাইসেন্স নিয়ে বাংলা মদের ব্যবসা করেন পরিতোষ সাহা নামের এক ব্যক্তি। তিনি বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা করলেও যথাযথ নিয়ম পালন করা হয়না বলে খোঁজ নিয়ে জানা যায়। আর এই বিষয়টি তদারকি করার দায়িত্ব নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের।
এদিকে জেলায় মাদক নির্মূলের ইশতিহার নিয়ে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ইয়ুথ ক্লাব। সেবামূলক কাজ তরুণদের ইতিবাচক বিকাশ ঘটায়। তারুণ্যের ইতিবাচক বিকাশে সৃষ্টির সেবায় কাজ করার জন্য এদিন দুপুর এক টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নওগাঁ ইয়ুথ ক্লাবের সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে শামীম আহমেদ নূরীকে সভাপতি ও মো. তারিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহ সভপতি সাঈদ জোবায়েদ অনিক, সাংগঠনিক সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, কোষাধ্যক্ষ জোবায়ের হোসেন রিফাত, প্রচার সম্পাদক তারেক হাসান আলিফ এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. আলামিন রহমান।
কমিটির সদস্যরা বলেন, “নওগাঁ ইয়ুথ ক্লাব তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রæতি নিয়ে আর্তমানবতার সেবা ও আদর্শ দেশপ্রেমিক গঠনে বদ্ধপরিকর একটি যুব সংগঠন। কাজ করবে মাদক, পর্নোগ্রাফি ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং তারুণ্যের ইতিবাচক বিকাশে। হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবী গড়ার প্রত্যয় সৃষ্টির সেবার এই যাত্রায় অংশ নিতে পারেন আপনিও।”
তারা আরও বলেন, বিশেষত নওগাঁর শিক্ষার্থীদের মাদক থেকে বিরত রেখে বইমুখী করতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো। মাদক সহ সকল আসক্তিমুক্ত শহর গঠনই আমাদের মৌলিক ইশতেহার”