1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫ Time View

দৃশ্যপট ডেস্ক:

 

দেশের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভারে সাইবার হামলা ঠেকাতে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে এই ধরনের হামলার শঙ্কায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে।

সম্প্রতি সাইবার নিরাপত্তা বাড়াতে ১০ দফা নির্দেশনাও জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি বা বেবিচক।

বেবিচকের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বলেছেন, লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও এ নিয়ে সতর্কতা জারি করা হলো। এরই মধ্যে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র দেশের সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে পাঠানো হয়েছে।

বিভিন্ন বিমানবন্দরে পাঠানো বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। সাইবার সিকিউরিটি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে হবে।

বেবিচকের চিঠিতে বলা হয়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, বিভিন্ন প্লাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কর্মীদের সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অবাঞ্ছিত বা সন্দেহজনক লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া দাপ্তরিক কাজে বেবিচকের ইমেইল এড্রেস ডোমেইন ব্যবহার করা, গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা এবং পেইনড্রাইভ স্ক্যান ছাড়া ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচক সূত্র জানায়, গত মাসে কুর্মিটোলায় বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকে লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার পর সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল বলে অবহিত করা হয়।

সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সম্প্রতি দেশের সব বিমানবন্দরে সাইবার সিকিউরিটি সংক্রান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়।

সূত্র: কালবেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com