1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

দুর্দান্ত পারফরম্যান্সে ১৩৭ রানের লক্ষ্যে সহজেই জয়লাভ করেছে বাংলাদেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০ Time View

দৃশ্যপট ডেস্ক:

বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এক দুর্দান্ত পারফরম্যান্সে ১৩৭ রানের লক্ষ্যে সহজেই জয়লাভ করেছে বাংলাদেশ। আজকের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে লিটন দাসের দল।

নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৩৬/৮ রান করে। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ছিলেন শাসক, ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট তুলে নেন। তিনি একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসের ইনিংস ভেঙে দেন। বিশেষ করে পাওয়ারপ্লেতে মাক্স ওদা’উদ এবং ভিক্রমজিৎ সিংয়ের উইকেটগুলো নেওয়ার পর দল পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।

এছাড়া মোস্তাফিজুর রহমান ১/১৯ এবং সাইফ হাসান ২/১৮ রান দিয়ে দলের জন্য আরও সহায়ক ভূমিকা পালন করেন।

১৩৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই বড় ধাক্কা খায়, যখন পারভেজ হোসেন ইমন (১৫) দ্রুত আউট হন। তবে লিটন দাস এবং তানজিদ হাসান মিলে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। লিটন দাস (৫৪*) তার ধারাবাহিক ব্যাটিং দিয়ে বাংলাদেশকে সহজ জয় এনে দেন। ২৬ বলে ৫৪ রান করেন তিনি, ৬টি চার এবং ২টি ছক্কা মারেন।

তানজিদ হাসান (২৪) ও লিটন দাসের জুটি বাংলাদেশকে ৯০ রান পার করতে সাহায্য করে। এরপর সাইফ হাসান (৩৬*) মাঠে এসে দুইটি দারুণ ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। তার ১৯ বলের ইনিংসটি ছিল খেলার মোড় ঘুরিয়ে দেওয়া।

নেদারল্যান্ডসের পক্ষে একমাত্র সফল বোলার ছিলেন আরিয়ান ডুট (১/৩০)। তিনি পারভেজ হোসেন ইমনকে আউট করে দলকে প্রথম সফলতা এনে দেন। আরেকটি উইকেট ছিল টিম প্রিঙ্গলের (১/১৬), তবে বাকি বোলাররা তেমন কোন প্রভাব ফেলতে পারেননি।

বাংলাদেশ ১৩৬ রানের লক্ষ্যে ১৩.৩ ওভারে ১৩৮/২ রান করে জয় পায়। লিটন দাস এবং সাইফ হাসানদের অটল ব্যাটিং ছিল ম্যাচের মূল অংশ।

বাংলাদেশ ৮ উইকেটের জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো। আগামী ম্যাচে বাংলাদেশের লক্ষ্য হবে এই ধারাবাহিকতা বজায় রাখা এবং সিরিজটি জয় করে নয়া শক্তি তৈরি করা।

এ জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে দলের সেরা খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে দলের জয় নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com