হাদিউল হৃদয়, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে সাপ্তাহিক চলনবিল বার্তার অষ্টম বর্ষপুর্তি পালিত হয়েছে।
বর্ষপুর্তি উপলক্ষে বুধবার সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরি বের হওয়া একটি বর্নাঢ্য এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে তাড়াশ পাবলিক লাইব্রেরি হলরুমে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত, সমাজসেবি ড.খায়রুজ্জামান মুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান, তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল,কবি- লেখক মোশারফ হোসেন মল্লিকী প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর লেখা “সাংবাদিকের কলাম” নামের একটি বইয়ের মোড়ক উম্মোচন করেন।