সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে তাড়াশ পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এই সময় তিনি ভোক্তা অধিকার আইনে দুই দোকান মালিককে বিভিন্ন অংকের সর্বমোট ছয় হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেয়াদ উর্ত্তীর্ন জিনিস পাওয়া যায়।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, মেদ উত্তীর্ণ কোনো জিনিস বা পূর্ণ বিক্রি করা যাবে না। এবং ভেজালের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।