নিজস্ব প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চারদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন আগামিকাল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নিজ বাসভবনে উপস্থিত হবেন। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর টানা চারদিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ওইদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারি সচিব মোস্তফা নোমান আলাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকুর তিনদিনের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ২৯ সেপ্টেম্বর রাত ৮টায় ড্যাবের আলোচনা সভায় যোগদান, ৩০ অক্টোবর সকালে ১, ২, ৩, ৪, ও ৫ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মতবিনিময় ও দুর্গামণ্ডপ পরিদর্শন। ১ অক্টোবর বুধবার সকালে বিএনপির ওয়ার্ড নেতাকর্মীদের সাথে মতবিনিয়ম, বিকেলে শিক্ষকদের সাথে মতবিনিময়, সন্ধ্যায় কালিবাড়ী দুর্গামণ্ডপ পরিদর্শন এবং ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়।