
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে শতাধিক মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করেছে। রোববার (১১জানুয়ারি) বিকাল ৫ টার দিকে পৌরশহরের হিলিমোড় এলাকার মহাসড়ক এই চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও হেলমেট ব্যবহারের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। এ সময় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে এবং অপরাধ প্রবণতাও কমছে।
ঘোড়াঘাট – হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অ.ন.ম নিয়ামত উল্লাহ জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়কে চলাচলের সময় সবাইকে বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।