1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্মশানের পিলার পুনঃনির্মাণ ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা, সন্তুষ্টি প্রকাশ সেই আলোচিত শ্মশানের পিলার পুনঃনির্মাণ ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা,সন্তুষ্টি প্রকাশ র‌্যাব-১২ অভিযানে বগুড়া থেকে মহামূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ জন গ্রেফতার  নলডাঙ্গায় অভিযানে ২ আওয়ামীলীগ নেতা গ্রেফতার গাছে গাছে ঝুলছে জাতীয় ফল  মেহেরপুরে লিচু চাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত  ঘোড়াঘাটে নানার বাড়িতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু রায়গঞ্জে বিএনপির নেতার উপর সন্ত্রাসী হামলা,মোটর সাইকেলে অগ্নিসংযোগ যমুনায় ভাঙন শুরু,আতঙ্কে দিন কাটাচ্ছে যমুনা পাড়ের মানুষের  চৌহালীতে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় ১০  শিক্ষক আটক

গাছে গাছে ঝুলছে জাতীয় ফল 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬ Time View
মাহাবুল ইসলাম, মেহেরপুর:
জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল এমনই একটি ফল যার কোন অংশই কিন্তু ফেলে দেবার নয়। ভিতরের সু-স্বাদু রসালো অংশ আমরা খেয়ে থাকি। পরে আঠি কিংবা বিচি সেটাও চিংড়ি কিংবা অন্য মাছের সাথে রান্নায় দারুণ। উপরের সবুজ কাঁটাযুক্ত খোসা গবাদিপশুদের খাবার, ভিতরের ভোঁতা যেটিকে বলা হয় সেটিও তাদের খাবার। কাঁঠাল পরিপক্বের পূর্বে তরকারি হিসেবে রান্না করা হয়ে থাকে। কাঁঠালের পাতা ছাগলের খাদ্য, গাছের কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হয়ে থাকে। সবমিলিয়ে কাঁঠালের বেশ কদর রয়েছে এবং বেশ জনপ্রিয় একটি ফল।
মেহেরপুরে অসংখ্য কাঁঠালের গাছ রয়েছে। গ্রামীণ সড়ক, মহাসড়কের দু’পাশে, বাড়ির পিছনের বাগানে, পুকুরের পাড়ে, মাঠে, বাড়ির আঙ্গিনাসহ সকল স্থানে কাঁঠাল গাছের দেখা মিলবে। আর বিগত বছরগুলোর ন্যায় চলতি বছরেও প্রতিটা গাছে দৃশ্যমান হয়েছে অর্ধশতাধিক কাঁঠাল। এমন কিছু গাছ নজরে পড়েছে যেগুলোতে শতাধিক কাঁঠাল ঝুলতে দেখা গেছে।
মঙ্গলবার (৬ মে), সকাল থেকে বিকেল অবধি মেহেরপুরের পিরোজপুর, আশরাফপুর, টেংরামারী, আমঝুপি, আমদহ, কাঁঠালপোতা, বলিয়ারপুর, বুড়িপোতা, ইছাখালী, কুলবাড়ীয়া, রাধাকান্তপুর, শোলমারী, সহগলপুর, কাথুলী, কালিগাংনী, ঝাঁউবাড়ীয়া, নওপাড়া, মাইলমারী, হিজলবাড়ীয়া, ধর্মচাকী, চেংগাড়া, বাদিয়াপাড়া, হেমায়েতপুর, বামুন্দী, দেবীপুর, হাড়াভাঙ্গা, সাহেবনগর, নওদাপাড়া, কাজীপুর, বেতবাড়ীয়া, করমদী, সহড়াতলা, পশ্চিম মালসাদহ, গোপালনগর, হাড়িয়াদহ, ধানখোলা, কসবা, হোগলবাড়ীয়া, মহাম্মদপুর, মটমুড়া, চর গোয়ালগ্রাম, সাহারবাটী, গাড়াডোব, খোকসা, আযান, ইসলামপুর, কেদারগঞ্জ, বাগোয়ানসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে প্রচুর কাঁঠাল গাছ চোখে মেলে। যেসব গাছে অসংখ্য কাঁঠাল ঝুলছে। কোন কোন গাছের কাঁঠাল উজ্জল সবুজ, কোনটার আবার কালচে সবুজ। কোন গাছের কাঁঠাল বেশ বড়সড়, কোনটাই আবার ছোট সাইজের। কোন কোন গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠালই নজরে পড়বে। দেখে মনে হবে যেন সাজিয়ে রাখা হয়েছে। যা দেখে আপনার মন ভরে যাবে।
ইতিমধ্যে কিছু হাটবাজারে কাঁচা কাঁঠাল বিক্রিও শুরু হয়েছে। বাগান থেকে প্রতি পিস কাঁঠাল ১’শ ২০ টাকা থেকে ১’শ ৩০ টাকায় কিনে তা বাজারে কেঁটে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা দরে বেচা-কেনা করছেন।
আর কিছুদিন পর হয়তো পাকা কাঁঠালের স্বাদ পাওয়া যাবে। গরমে পাকা কাঁঠালের সাথে গমের রুটিও সেই। মেহেরপুরে এমন কিছু এলাকা রয়েছে যেখানে কাঁঠালের মৌসুমে প্রতিদিন কাঁচা কাঁঠালের তরকারি কিংবা পাকা কাঁঠালের সাথে গমের রুটি কিংবা সকালে পান্তা ভাত খেয়ে থাকেন।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ৯’শ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ রয়েছে। মেহেরপুরের চাহিদা পূরণ করে এসব কাঁঠাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com