
মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদী বেষ্টনীতে ঘেরা কাপাসিয়া ইউনিয়নে প্রতি বছর ভাঙ্গনে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাদের পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছেন ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু মিয়া।
শনিবার সকালে কাপাসিয়ার কাজিয়ার চরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জিআর বরাদ্দের মাধ্যমে এই ভাঙ্গন কবলিত দুঃস্থ অসহায় ১৫০ জন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন চেয়ারম্যান মঞ্জু মিয়া।
এ সময় চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান, নদী বিধৌত মানুষের নিয়ে আমার স্বপ্ন তাদের মৌলিক অধিকার গুলোর উন্নয়ন করা,যে কোন দুর্যোগে তাদের পাশে থাকা।
সুবিধাভোগীরা জানান, অভাব অনটনের মধ্যে চেয়ারম্যান মঞ্জু মিয়া আমাদের জন্য যা করেন সব ভালো। তার জন্য আমাদের সবসময় দোয়া করি। আজকের দেয়া ৫০০ টাকা দিয়ে ভালো বাজার করে খামো।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাপাসিয়ায় ভাঙ্গন কবলিত দুঃস্থ অসহায় মানুষের জন্য জিআর বরাদ্দের ১৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।