
মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “মাছের নার্সারী ব্যবস্থাপনা” নিয়ে শীর্ষক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাশেদ। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, খামার ব্যবস্থাপক মোস্তফা কামাল।
২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন মৎস্য চাষী। এ সময় সদর উপজেলা খামার ব্যবস্থাপক মোস্তফা কামাল মাছের নার্সারি ব্যবস্থাপনা নিয়ে মৎস্য চাষীদের নার্সারি ব্যবস্থাপনা পদ্ধতি,পুকুর প্রস্তুত,সার-চুন প্রয়োগে ধারণা,জলজ পোকা মাকড় দমন,রেণু পরিবহণ,মজুদ,ঘণত্ব,পোনা ছাড় ও অভ্যস্থকরণসহ ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা করেন।
এছাড়াও খামারিদের মাছ চাষে সকল ধরনের সহযোগিতায় এগিয়ে আসার কথা ব্যক্ত করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার।