নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নন্দীগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি কে বিজয়ী করতে ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটব নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮মে দুপুর ১:৩০ টায় ইউনিয়ন আ’লীগের কুন্দারহাট কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৫নং ভাটগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার আলী।
এসময় উপস্থিত ছিলেন, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো: জহুরুল ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রশন্ড কুমার প্রামানিক ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আশরাফুল মিয়া, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বাবলু চন্দ্র, ৭ ওয়ার্ড আ’লীগের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আক্কাস আলী, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আইন হাজী ও সাধারণ সম্পাদক আলম হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় ৫নং ভাটগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার আলী বলেন, রানা ভাই করোনাকালে, দুঃসময়ে, সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে সব ছিলেন এবং আগামীতেও থাকবেন। তিনি আরো বলেন, ভাটগ্রাম ইউনিয়ন আ’লীগের সকল নেতাকর্মী এক হয়ে আনোয়ার হোসেন রানা ভাইকে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী করতে আমরা সবাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি।
উল্লেখ্য, ৪র্থ ধাপে ৫ই জুন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।