ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও পৌর এলাকার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন(৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান।
সোমবার(১২ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করে থানা-পুলিশ। এর আগে রবিবার দিনগত রাত ১২ টার দিকে পৌর এলাকার চরনিখলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার চরনিখলা গ্রামের বাঁশতলা এলাকার প্রয়াত শামছুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পাওনা টাকা চাওয়ায় মো. মতিউর রহমান(৫৫) নামে এক প্রতিবেশী ও তার চার ছেলেকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর জখমের একটি মামলারও আসামি ছিলেন আনোয়ার হোসেন। গুরুতর আহত মতিউর রহমান এখনও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ রয়েছে, সেই মামলায় জামিনে আসার পরেও নানা বাদির পরিবারকে নানা ধরণের হুমকি দিচ্ছিল আনোয়ার।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শ্রমিকলীগ নেতা ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।