নিজস্ব প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় ঈশ্বরদীর প্রেসক্লাব মিলনায়তনে কবি ও ছড়াকার রাশিদা আক্তার লিলি’র উদ্বোধনে ও কবি নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ও বহুভাষাবিদ, ভাষাপণ্ডিত মাহমুদুল হাসান নিজামী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও কথা সাহিত্যিক জুনায়েদ খন্দকার নীর, বিশেষ আলোচক ছিলেন কবি এম এ কাসেম অমিয়, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক সাহিত্য ভূবন ও সাধারণ সম্পাদক,কৃষ্টিবন্ধন, যশোর, মো তৈয়েবুর রহমান বাবু, কবি ধ্রুবক রাজ, রংপুর, কবি ও অধ্যাপক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন এস এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব,ঈশ্বরদী, ডা. মো. শহীদুল ইসলাম তরফদার, এমবিএস ডিসিএচ, এমডি শিশু, মো. শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, নোঙর ঈশ্বরদী।
কবিতা পাঠ করেন,যশোর থেকে আগত কবি এম এন এস তুর্কি, কবি রেবেকা টফি, কবি বকুল হক, গীতিকবি আবুল হাসান তুহীন, চারণকবি বাবুল আহমেদ তরফদার, কবি রকি মাহমুদ, কবি আবু রায়হান,রাজশাহী থেকে আগত কবি রেহেনা ইসলাম,
রংপুর থেকে আগত কবি আবু নাসের তুহীন, কবি প্রিতম রায়, কবি নাছরিন নাজ, কবি জাহিদ, কবি কামরুন্নাহার লিপি, এস এম ইতি, রিয়াজুল হক সাগর, লালমনিরহাট থেকে আবু হানিফ, গোলাপ হোসেন রতন প্রমুখ। এছাড়াও ঢাকা থেকে ও ঈশ্বরদীর অনেক কবি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জরিফা সুলতানা ও আহসান হাবিব মানিক।