সিরাজগঞ্জ প্রতিনিধি:
অসময়ে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে যমুনা চরাঞ্চলের নিম্নভূমি। নিম্নাঞ্চলের জমিতে আবাদ করা শীত কালীন সবজি নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক। তবে বন্যার আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।
অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮০ মিটার। ২৪ ঘন্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।
গত ৫ দিন ধরে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে।
এদিকে যমুনা পানি বাড়তে থাকায় একের পর এক প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি। নিচু জমিতে আবাদ করা শীত কালীন সবজিসহ বিভিন্ন ফসলও তলিয়ে গেছে। এসব অঞ্চলের কৃষকদের মাঝে অসময়ে বন্যা আতংক বিরাজ করছে। এভাবে আরও কিছুদিন পানি বাড়তে থাকলে শীতকালীন সবজি আবাদ চরম ক্ষতি হবে বলে কৃষকেরা জানিয়েছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের কিছু নিম্নভুমি প্লাবিত হচ্ছে। পানি আরও দুই-তিনদিন বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই এবং বন্যার কোন আশংকা নেই।