বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর স্বাধীনতাবিরাধী শক্তি মহান মুক্তিযুদ্ধ নিয়ে আজেবাজে কথা বলছে। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে। আগামী নির্বাচনে স্বাধীনতাকামী মানুষ ব্যালটের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তিকে উচিত জবাব দেবে।
মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, স্বাধীনতার সময়য় আল শামস, আল বদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবিদের হত্যাকারী, মা-বোনদের ইজ্জত লুণ্ঠনকারী পরাজিত শক্তি স্বাধীনতার ৫৪ বছর পর আজ বাংলাদেশে নতুন নতুন বয়ান নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। তাদের প্রতিহত করার দায়িত্ব বিএনপির। বিএনপির জন্ম দিয়েছিল একজন মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, এখনো যারা পাকিস্তানের স্বপ্ন দেখেন, তারা ভুলে যাবেন না বাঙালির সন্তানেরা মরে যায়নি। তাদের প্রতিহত করার জন্য মুক্তিযোদ্ধাদের সন্তানেরা প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। সেখানে কৃষক ছিল, শ্রমিক ছিল, কামার ছিল, কুমার ছিল ও সাধারণ মানুষ ছিল। সাধারন মানুষের এই যুদ্ধ নিয়ে যারা কটাক্ষ করে, তাদের উচিত জবাব দেওয়া হবে। শহীদের রক্ত ও মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নিয়ে কোনো কম্পোমাইজ চলবে না।
এই বিএনপি নেতা বলেন, আমরা ফ্যাসিবাদী হাসিনাকে সরিয়েছি। কিন্তু তার চেয়ে বড় শত্রুর উত্থান হয়েছে। তাই যুবক-তরুণদের জেগে থাকতে, পাহারা দিতে হবে। স্বাধীণতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।
র্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে ইসলামিয়া কলেজ মাঠ থেকে বিজয় র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে শেষ হয়।







