
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বিজয় দিবস উদ্যাপন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শহীদদের স্মরণে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সাধারণ জনগণ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন খন্দকার, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. শায়েখ আব্দুস সামাদসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মী, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।