
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মো. মাসুদ রানা জানিয়েছেন, গোলচত্বর এলাকায় রাস্তার ওপর অবস্থিত সিএনজি স্টেশন ও অস্থায়ী দোকানসমূহ দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, টোল আদায়ে অভিযুক্তদের কার্যাদেশ বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে পৌরসভার কর্মচারীরাই টোল আদায় করবেন।
ইঞ্জিন-ব্যাটারি চালিত ব্যতীত অন্যান্য রিকশা ও ভ্যান থেকে কোনো ধরনের টোল আদায় করা যাবে না এবং সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত টোল আদায় সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ বিষয়ে ইঞ্জিনবিহীন রিকশা ও ভ্যান চালকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা অবৈধ টোল আদায়ের ভোগান্তিতে ছিলেন। নতুন নির্দেশনার ফলে তাদের ওপর বাড়তি চাপ কমবে এবং স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করা সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
সচেতন মহলেরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই পদক্ষেপ রাস্তায় যানজট কমাতে, সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে এবং শহরের সুষ্ঠু শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।