
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরিফ হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দলীয় নেতারা অভিযোগ করেন, গত ১২ ডিসেম্বর দুপুরে ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর নেতৃত্বে ওসমান শরিফ হাদির ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।
ইসলামিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সলঙ্গা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কদমতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় রূপ নেয়।
মিছিলে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহসভাপতি মারুফ হাসান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, হেদায়েতুল ইসলাম আয়ুবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন, “ওসমান শরিফ হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বিরোধী কণ্ঠ দমন করার ধারাবাহিক অংশ। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি—ফাঁসি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, হামলাকারীদের রক্ষা করার অপচেষ্টা করা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সলঙ্গা এলাকা।