
সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আয়োজিত মিছিলে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ও চট্রগ্রা -৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। মিছিলে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নির্বাচন ও রাজনীতির মাঠে সহিংসতা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।
বক্তারা আরো বলেন,অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করা হয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
এ সময় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।