
শ্যামল হালদার, রায়গঞ্জঃ
সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঞাগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কাব স্কাউট সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল জলিল আকন্দ। সহকারী শিক্ষক শাহিনুর আলম ও সেলিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরা তহুর।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান, ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। আমন্ত্রিত অভিভাবক ও অতিথিদের সমাগমে অনুষ্ঠান স্থল কানা কানায় পরিপূর্ণ হয়।