
রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রায়গঞ্জ উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং প্যাট্রিয়ট এগ্রো লিমিটেডের ইনচার্জ আব্দুর রব শোভন তামাল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য হাসিবুর রহমান (হাসিব)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শ্যামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, এবং রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের, এবং রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইবনে সাইদ সজল।
আলোচনা সভা শেষে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।