
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গুড নেইবার্স বাংলাদেশ আয়োজিত ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুই শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
বুধবার (১০ ডিসেম্বর ) সিরাজগঞ্জ জেলা সার্কিট হাউসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা রায়গঞ্জ উপজেলা সদরের ধানঘরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা হলো— উপজেলার রণতিথা এলাকার শিক্ষক দম্পতি মুক্তাদিল হাবিব ও শাহনাজ পারভীনের বড় সন্তান মাশরুবা হাবিব এবং বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত মোশাররফ হোসেন ও রাবেয়া বেগম দম্পতির ছোট মেয়ে মেহবুবা সুলতানা।
প্রতিযোগিতায় মাশরুবা হাবিব জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে। এর আগে সে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে। অন্যদিকে মেহবুবা সুলতানা জেলা ও উপজেলা— উভয় পর্যায়েই সেরা পাঁচের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে।
পুরস্কার হিসেবে দুই শিক্ষার্থীকে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
শিক্ষার্থীদের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ধানঘরা উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক তানভিরুল ইসলাম বলেন, “সুযোগ পেলে আমাদের উপজেলার শিক্ষার্থীরা যে ভালো কিছু করতে পারে, এটি তার বাস্তব উদাহরণ।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার বলেন, “শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের জন্য খুবই আনন্দের। এটি অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”