সিরাজগঞ্জের তাড়াশ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন জনাব মো. হাবিবুর রহমান। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। গত রবিবার রাতে তাড়াশ থানায় ওসি হিসাবে জনাব মো. হাবিবুর রহমান চার্জ গ্রহণ করেন।
নতুন ওসি মো. হাবিবুর রহমান বলেন, “আমি তাড়াশ থানায় নতুন যোগদান করেছি। যতদিন ওই লাইনে থাকবো, ততদিন সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে কঠোর পদক্ষেপ নেব। তিনি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে ৬ ডিসেম্বরের পর থেকে তাঁদের নতুন থানায় পদায়ন শুরু হয়েছে।







